January 12, 2025

পূর্ব বর্ধমানের ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর মধ্যে ওং আশ্রম একটি অন্যতম পুরনো আশ্রম

1 min read
রাহুল রায় পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমানের ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর মধ্যে ওং আশ্রম একটি অন্যতম পুরনো আশ্রম। এই আশ্রম প্রত্যেক বছর তাদের বাৎসরিক অনুষ্ঠানে নতুন কিছু করে দেখায় কখনো জলছত্র কখনো বস্ত্র বিতরণ কখনো গুণীজনদের সংবর্ধনা কখনো আবার বয়স্ক ও বয়স্কাদের মাসিক পেনশন ব্যবস্থা এইভাবে দশটি বছর সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে অাশ্রম তাই তাই এবছর গরিব মানুষদের পুরী ভ্রমণের এক অপূর্ব সুযোগ তৈরি করেছে । এই আশ্রম মাত্র বারোশো টাকা অনুদানের ভিত্তিতে যে কেউ ট্রেনে এই ভ্রমণ করতে পারে তাদের আশ্রমিক পরিবেশে রাখা হবে এবং খাওয়া দাওয়া ও ঘোরানো হবে ।আশ্রম কর্তৃপক্ষের পক্ষ জানানো হয়েছে 21 শে জুলাই এর মধ্যে যারা এই ভ্রমণের সুযোগ নিতে চান তাদেরকে নাম অন্তর্ভুক্ত করতে হবে আশ্রমের পক্ষ থেকে আরো জানানো হয়েছে আগামী দিনে ভারত দর্শন বলে আরেকটি প্রকল্প চালু হতে পারে যাতে অল্প অনুদানের ভিত্তিতে গরীব বা পিছিয়ে পড়া মানুষরা সারা ভারত ভ্রমণ করতে পারবেন আশ্রমের এই ঘোষণায় খুশি সমগ্র এলাকার ভক্তগন।

7 thoughts on “পূর্ব বর্ধমানের ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর মধ্যে ওং আশ্রম একটি অন্যতম পুরনো আশ্রম

  1. Like any other medicated drug, Cialis pills come with its set of side-effects that are visible when used recreationally, overdosed or interaction with other medications cialis with priligy In both concentrations, the drug can be taken with or without food and its plasma concentration is not affected by alcohol

  2. Furthermore, side effects of the drug can be psychologically difficult to endure hot flashes and mood swings and detrimental to fertility impaired endometrial development and abnormal cervical secretions. clomid dosage The overall clinical pregnancy rates in clomiphene citrate and recombinant-FSH groups were 9.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *