জামাই ষষ্ঠীর দিন হাফ ছুটি
1 min read
মুতাহার কামাল : জামাই ষষ্ঠীর দিন হাফ ছুটি। বুধবার এই ঘোষণা করে রাজ্য সরকার। দুপুরে একটি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করে রাজ্য সরকার। মঙ্গলবার জামাই ষষ্ঠীর দিন রাজ্য সরকারি কর্মচারীরা হাফ ছুটি পাবে। প্রসঙ্গত বিগত বছরেও রাজ্য সরকার বাঙালির এই উৎসবের দিন হাফ ছুটি দিয়েছিল।
এবছরে রাজ্য সরকারের এই ছুটিতে খুশির হাওয়া রাজ্য সরকারের কর্মচারী মহলে।নবান্নের কর্মচারীরা অধিকাংশ জানাচ্ছেন, সকাল সকাল অফিসে আসবেন অনেক কর্মচারী। তারপর ষষ্ঠীর নিয়ম পালন করতে সোজা শশুড় বাড়ি পাড়ি। বিগত দিনে বাঙালির এই নিয়ম পালন করার জন্য ছুটি নিতে হত। কিন্তু দুবছর ধরে অফিস করে নিয়ম পালন করা যায় বলে জানিয়েছেন নবান্নের কর্মচারী মহল।