রাজ্যে প্রথম উত্তরদিনাজপুর জেলা শাসক দফতরের সামনে শুরু হল শিশু ভবন
1 min read
উত্তরদিনাজপুর রাজ্যে প্রথম উত্তরদিনাজপুর জেলা শাসক দফতরের সামনে শুরু হল শিশু ভবন বৃহস্পতিবার দুপুরে এই শিশুভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা শাসক আয়েষা রানী এ।সরকারি কাজের জন্য প্রতিদিন জেলা শাসক দফতরের অসংখ্য মহিলা তার কোলের সন্তানকে নিয়ে আসেন। সেই মহিলাদের বেষ্ট ফিডিং এর নিদৃষ্ট কোন জায়গা ছিল না।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষনের জন্য জেলা সদরে আনা হলেও তাদের সন্তানদের নিয়ে জেলা প্রশাসনকে বেশ সমস্যার মধ্যে পড়তে হত। জেলা শাসক আয়েষা রানী এ প্রতিনিয়ত এই সমস্যার সন্মুখীন হয়েছেন। বিশ্ব বাংলা প্রকল্পে জেলা শাসক দফতরের সামনে এই ভবনটি তৈরি হয়েছিল। নিরাপত্তার দিক থেকে এই ভবনটি শিশুভবনের জন্য উপযুক্ত বলে মনে করেন জেলা শাসক। সেদিকে বিচার করে এই ভবনটিকে শিশু ভবন তৈরি করা হল। শিশুদের এই ক্রেশে রাখা হয়েছে বিভিন্ন ধরনের খেলনা, বাচ্চাদের আকর্ষনীয় করতে বিভিন্ন ধরনের কার্টুন এছাড়াও থাকছে abcd লেখা ম্যাট।অনায়াসে শিশুরা আনন্দে দীর্ঘক্ষন সময় কাটাতে পারবে বলে মনে করেন জেলা শাসক আয়েষা রানী এ।