মূখ্যমন্ত্রীর সুভেচ্ছা নিয়ে ঈদগারে পুরপ্রধান
1 min read
অনুপ জয়সোয়াল :- আজ খুশির ঈদ। উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে প্রতিটি ঈদ গারে নামাজের মধ্য দিয়ে একে অপরকে সুভেচ্ছা বিনিময় করা হচ্ছে। সেউ মত আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে খুশির ঈদ উৎসাহতার মধ্য দিয়ে পালন করা হচ্ছে। এদিন ঈদ গারে গিয়ে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা,ফুলের তোরা ও মিষ্টি মৌলবিদের হাতে তুলে দিলেন রায়গঞ্জ পুরসভার পুরপ্রধান সন্দীপ বিশ্বাস। ঈদের খুশীতে মেতে উঠল রায়গঞ্জের আপামর মুসলিম সম্প্রদায়ের মানুষ।এদিন রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় ঈদগাহ এর মাঠে পবিত্র ঈদের নমাজ পাঠে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মুসলিম ধর্মপ্রান মানুষ। নমাজ শেষে একে অপরকে খুশীর ঈদের শুভেচ্ছা জানান পুরপ্রধান ।
মূখ্যমন্ত্রীর সুভেচ্ছা নিয়ে ঈদগারে পুরপ্রধান |
ঈদগাহের মাঠে নমাজ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য কাউন্সিলরগন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সেখানে থাকা পাঁচজন মৌলবিকে ফুল মিস্টি দিয়ে শুভেচ্ছা জানান রায়গঞ্জ পুরসভার পুরপ্রধান সন্দীপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত সমস্ত ধর্মপ্রান মুসলিম মানুষদের হাতে মুখ্যমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বার্তা তুলে দেন পুরপ্রধান সন্দীপ বিশ্বাস।