January 12, 2025

সাধারণ মানুষের সাথে কোলাকুলি ও রাখী পড়িয়ে ঈদ মানালেন সংসদ সেলিম, উত্তর দিনাজপুর

1 min read

তন্ময়  দাস,রায়গঞ্জ  :“মুবারক ঈদ মুবারক “খুশির চাঁদ কে ঘিড়ে ইসলাম সম্প্রদায়  মানুষের রামজান মাস কাটিয়ে  আজ শুরু হল পবিত্র   ঈদ। সারা দেশের সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই উত্তর  দিনাজপুর  জেলা। আনন্দের এই মুর্হুতে  জেলার মানুষের কাছে পৌঁচ্ছে  গিয়েছেন  উত্তর

দিনাজপুর জেলার রায়গঞ্জে সাংসদ মহম্মদ সেলিমের উষ্ণ আলিঙ্গন,  ডি ওয়াই এফ আই এর সম্প্রীতির রাখী বন্ধন।  পবিত্র  এই ঈদের  উৎসবে আনন্দধারাত মাতোয়ারা  গোটা রায়গঞ্জের মুসলিম সম্প্রদায়ের মানুষ আপন জনরা।

উত্তর  দিনাজপুর  জেলার রায়গঞ্জ শহরের উকিলপাড়ার ঈদগাহ এর মাঠে পবিত্র ঈদের নমাজ পাঠে হাজির হয়েছিলেন কয়েক হাজার মুসলিম ধর্মপ্রান মানুষরা। খুশির এএই ঈদে নমাজ এর  শেষে একে অপরকে কোলাকুলি  করেন ও খুশীর ঈদের শুভেচ্ছা জানান। কলেজপাড়ায় অবস্থিত  ঈদগাহের মাঠে উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম তিনি নমাজ শেষে উপস্থিত সকলকে পবিত্র ঈদের উষ্ণ আলিঙ্গন করেন তিনি। রাজ্য তথা দেশে সম্প্রীতির বার্তা দিতে ঈদগাহের মাঠে উপস্থিত সকল মানুষের হাতে রাখী পড়িয়ে  দেনসিপিএম এর যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *