"জোর যার মূলক তার"
1 min read
কমল কুমার বিশ্বাস(বালুরঘাট)16ই জুন:– পশ্চিম বঙ্গের পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে চলেছে “জোর যার মূলক তার” রাজনীতি, কোথাও পিস্তল ধরে ভোট নেওয়া হয়েছে, আবার কোথাও পুলিশ প্রশাসন কে বুড়ো আঙুল দেখিয়ে সন্ত্রাসীরা জোর করে ছাপ্পা ভোট দিয়েছে,এই সব অভিযোগের প্রতিবাদে আগামি 22 জুন বালুরঘাট জেলা শাসককে ডেপুটেশন দেবে বিজেপি l উপস্থিত থাকবেন সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা l সেই ধর্না কর্মসূচি কে সফল করতে আজ বালুরঘাট থানার অন্তর্গত চিঙ্গিশপুর গ্রামে বিজেপির পক্ষ থেকে বিরাট পথ সভা ও মিছিলহয় l উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিন দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার, কিষাণ মোর্চার জেলা সভাপতি সহীন মাহাতো, জেলা পরিষদের আট নং মণ্ডল সভাপতি রঞ্জন কুমার মাহাতো সহ আরো অনেকে । এই পথ সভায় দলে দলে যোগ দেয় সাধারণমানুষ l “রক্ষক যদি ভক্ষক হয়” আমরা যাবো কোথায়?প্রশ্ন তোলেন বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার l