January 12, 2025

দক্ষিণ দিনাজপুরের কুসুমন্ডি ব্লকের করঞ্জির পানিশালা হাটে প্রায় 2500 জন অন্যান্য দল থেকে বিজেপি তে যোগদান করলো

1 min read
কমল কুমার বিশ্বাস (কুসুমন্ডি) 19শে জুন :-দক্ষিণ দিনাজপুরের কুসুমন্ডি ব্লকের করঞ্জির পানিশালা হাটে প্রায় 2500 জন অন্যান্য দল থেকে বিজেপি তে যোগদান করলোl ￰নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার ও বিজেপির রাজ্য সংখ্যা লঘু মোর্চার সহ সভানেত্রী ও কুমারগঞ্জ এর দশবছরের প্রাক্তন বিধায়ক  মাফুজা খাতুন l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এছাড়াও উপস্থিত ছিলেন  বিজেপির জেলা কমিটি সদস্য গৌতম গোস্বামী,শঙ্কর  পুতুতুন্ড,কুসুমন্ডীর দুই মন্ডল সভাপতি লক্ষিন্দর সরকার ও কার্তিক মিশ্র, প্রাক্তন জেলা সভাপতি বিশ্বনাথ পাল ,রাজ্য কমিটি সদস্য রঞ্জন মন্ডল,দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত রায় প্রমুখ l আজকের এই জনসভায়  বিভিন্ন দল থেকে প্রায় 2500 মানুষ বিজেপি তে যোগদান করেন বলে জানান বিজেপি জেলা সভাপতি শ্রী শুভেন্দু সরকার l শুভেন্দু বাবু বলেন -গত মাসেই এই যোগদান প্রক্রিয়া হবার কথা ছিল কিন্তু অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষ যোগদানের ইচ্ছা প্রকাশ করায় আমরা রমজান মাস এর জন্য যোগদান প্রক্রিয়া ঈদের পরে করি l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এপ্রসঙ্গে মাফুজা খাতুন বলেন যতদিন যাবে বিজেপির ছত্রছায়া তলে মানুষের ঢল তত নামবে l সংখ্যালঘু মানুষেরা বুঝতে পেরেছে তাদের প্রকৃত উন্নয়ন একমাত্র বিজেপির মাধ্যমে হতে পারে l রাজ্যে কর্মসংস্থান নেই l বেকার যুবকরা দিশেহারা l তারওপর গত পঞ্চায়েত নির্বাচনে যে পরিমান সন্ত্রাস হয়েছে রাজ্য জুড়ে তাতে গণতন্ত্র প্রেমী বাঙালিরা শাসক বিমুখ হতে শুরু করেছে 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *