জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর
1 min read
জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর।এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুবস্তি এলাকায়। এদিন দুপুরে জলে ডুবে তিন কিশোরীর মৃত্যু হয়। মৃত তিন কিশোরী সম্পর্কে খুড়তুতো বোন। তাদের নাম নাজরানা খাতুন (৮), বিউটি খাতুন (৯) এবং তারান্স খাতুন (৭) বছর। রবিবার দুপুরে ওই তিন বোন স্থানীয় জলাশয়ে স্নান করতে যায়। জলে খেলতে খেলতে গভীর জলে চলে গেলে একে একে ৩ জন তলিয়ে যায়। এই ঘটনা লক্ষ্য করে এলাকার অন্য এক কিশোর। সে গিয়ে গ্রামবাসীদের খবর দিলে গ্রামবাসীরা এসে জলে খোজাখুজি শুরু করে। দীর্ঘ সময় পর একে একে ৩ জনের নিথর দেহ উদ্ধার হয় জলথেকে। ঘটনায় কালুবস্তী এলাকায় শোকের ছায়া নেমে আসে।পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে আসে। তিন কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ইসলামপপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।