প্রগতি(রায়পুর সমাজ কল্যাণ সমিতি এবং গণেশপুর আমরা স্টুডেন্টস এর যৌথ উদ্দ্যোগে স্বেচ্ছায় রক্তদান
1 min read
বর্তমানে রায়গঞ্জ জেলা হাসপাতালের রক্ত সংকট দূর করতে এবং মূমূর্ষ রোগি,থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুদের সাহায্য করতে আজ রায়গঞ্জ জেলা হাসপাতালের ডাকে সাড়া দিয়ে প্রগতি(রায়পুর সমাজ কল্যাণ সমিতি) এবং গণেশপুর আমরা স্টুডেন্টস এর যৌথ উদ্দ্যোগে গণেশপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্তদন শিবিরে ৪২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।প্রগতির সম্পাদক জানান রায়গঞ্জ সদর থেকে প্রায় ৫ কি.মি দূরে এই গনেশপুর গ্রামের যুব-সমাজ যেভাবে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন এভাবে যদি প্রতিটি গ্রাম এগিয়ে আসে তবে খুব সহজেই আমরা রক্ত সংকট দূরকরতে
সক্ষম হব।