অবশেষে বর্তমানের কথার অনুমান সত্য, জয়ন্ত সাহাকে সরিয়ে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নূতন সভাপতি কার্তিক পাল-
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--অবশেষে বর্তমানের কথার অনুমানই সত্য হল। রবিবার তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি অমল আচার্য এক নির্দেশ জারি করে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহাকে তার পদ থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পালকে দায়িত্ব দিলেন।যা শনিবার আগাম বর্তমানের কথার পাঠককুলকে এই ধরনের একটি ঘটনা ঘটতে চলেছে তা প্রকাশ করা হয়েছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
।এই রদলব দলের খবর পাবার পর কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি তথা চেয়ারম্যান কার্তিক পালকে আমাদের বর্তমানের কথার সংবাদ যে ভিত্তিহীন নয় সে সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন বর্তমানের কথার পোর্টাল খবরের যে ভিত্তি আছে তা প্রমাণিত।কার্তিক পাল বলেন দায়িত্ব দিয়েছে দল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই দায়িত্ব কাজের মাধ্যমে পালন করে দেখাতে হবে। সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে।দলে গোষ্ঠী দ্বন্দ্বের কোন স্থান নেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অপরদিকে প্রাক্তন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহা এক প্রশ্নের উত্তরে জানান কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির পদটি আমাকে সারাজীবনের জন্য দল দেয়নি।ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। ভগবান আরও অনেক মঙ্গল জনক ঘটনা ঘটাবে।আমাদেরকে তারজন্য কিছু দিন অপেক্ষা করতে হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});