January 12, 2025

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ৱ্যালি

1 min read
কমল কুমার বিশ্বাস (কুমারগঞ্জ)26শে জুন:-আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ৱ্যালি l  দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এবং কুমারগঞ্জ থানার পরিচালনায় আজ এক বর্ণাঢ্য ৱ্যালি হলো কুমারগঞ্জে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এই ৱ্যালিতে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মন্ডল,কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি উমা রায় ,কুমারগঞ্জ ছয় নং জেলা পরিষদ আসনের জয়ী প্রার্থী মফিজুদ্দিন মিয়াঁ,কুমারগঞ্জ এর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদত্ত চক্রবর্তী ,কুমারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ ঝা ,কুমারগঞ্জ থানার সমস্ত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা l  পদযাত্রার সূচনা করেন কুমারগঞ্জ বিধায়ক তোরাফ বাবু l কুমারগঞ্জ থানা থেকে মিছিল টি বেরিয়ে কুমারগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে গোপালগঞ্জ বি ডি ও  অফিস পর্যন্ত যায় l মিছিলে অংশগ্রহণকারীরা হাতে চমকপ্রদ প্ল্যাকার্ড নিয়ে সাধারণ মানুষ বিশেষত যুব সমাজকে সচেতন করে তোলার চেষ্টা করেন l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 মাইক এর মাধ্যমে তামাক ও নেশা জাতীয় দ্রব্যের কুফল গুলি জনসমাজে তুলে ধরা হয় l এছাড়াও মিছিল শেষে গোপালগঞ্জ বাজারে পথনাটিকার মাধ্যমেও জনগণ কে সজাগ করার চেষ্টাও চলে l পথ চলতি মানুষজন ও গোপালগঞ্জ বাজারের সাধারণ ক্রেতা  বিক্রেতারা  পুলিশ ও প্রশাসনের এমন মানবিক উদ্যোগে ভীষণ খুশি l এপ্রসঙ্গে কুমারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ ঝা জানান –  জেলা পুলিশ সুপার শ্রী প্রসূন বন্দোপাধ্যায়ের উদ্যোগ ও নির্দেশেই জেলা জুড়ে এই সচেতনতামূলক অনুষ্ঠান চলছে l আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি SAFE DRIVE,SAVE LIFE বা PLANTATION এর মতো সামাজিক কাজে আমরা সারাবছর ব্রতী থাকি l এটাও তেমনি একটি উদ্যোগ l মানুষ যদি নেশা মুক্ত থাকে তবে একদিকে যেমন তারা সুস্থ থাকবে অপরদিকে তেমনি ক্রাইম রেট ও কমবে l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *