January 12, 2025

জাতীয় ক‍্যাটারে প্রতিযোগিতায় সোনা ৩ বছরের ক্রিস যাদবের

1 min read
কৌশিক ঘোষ স্পোর্টস ক‍্যারাটে আ্যসোসিয়েশান অব ইন্ডিয়া র উদ‍্যোগে নিউ দীঘাতে গত মে মাসে আয়োজিত জাতীয় ক‍্যারাটে প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ ৩ বছরের  ক্রিস যাদব সোনার পদক জিতে সবাইকে অবাক করে দিয়েছে। সেইসঙ্গে এবছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের কোলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ক‍্যারাটে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের ছাড়পত্র পেয়েগেছে। ১৩টি জেলার প্রায় ২০০ জন প্রতিযোগি এই প্রতিযোগিতায় যোগদান করে। স্কুল লেভেল থেকেও প্রতিযোগিরা  অংশগ্রহণ করে।  সংগঠন কমিটির সম্পাদক কান্ত বুধ নারায়ণ যাদব জানান  যে সকল প্রতিযোগী এই ন‍্যাশ‍্যানাল ক‍্যারাটে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তারাই ডিসেম্বরে কোলকাতায় আয়োজিত ক‍্যারাটে বিশ্বকাপে সরাসরি খেলার  সুবিধা পাবেন।।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *