পুরুলিয়ায় ৬০ এ নং জাতীয় সসড়কে গুলিবিদ্ধ যুবক
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হলেন এক যুবক। আহতের নাম জিতেন রজক। প্রায় চল্লিশ বছর বয়স। বাড়ি রেনি রোড চুনাভাটি এলাকায়। শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ সে নিজের লণ্ড্রী থেকে বাইকে বাড়ি ফিরছিল। দোকান থেকে পাঁচশ মিটার দূরে অপর দিক থেকে আসা একটি এপাচি বাইকের দুই আরোহী তাকে টার্গেট করে। পর পর দুটি গুলি করে তারা। প্রথম গুলিটি মিস হলেও পরের গুলিটি তার ডান গালের উপরি ভাগে ঢুকে থেকে যায়। প্রত্যক্ষ দর্শী এক ব্যাক্তি জানান হঠাত করে একটা আওয়াজ শুনে। দুটি শব্দ হয়। আর জিতেন রজক বাইক থেকে মাটিতে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি সে আহতের কাছে এসে তাকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিতসার পর ডাক্তারবাবু জানান গুলি প্রায় দেড় ইঞ্চি ভিতরে রয়েছে। এখানে চিকিতসা সম্ভব না হওয়ায় তাকে টাটানগর রেফার করা হয়। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত
শুরু করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});