January 12, 2025

ভুটান ও তরাই-ডুয়ার্স এ প্রবল বর্ষণ এবং বাংলাদেশ থেকে জল আসলে কি হবে বালুরঘাটে ?

1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট)7ই জুলাই:- দক্ষিণ দিনাজপুরে মাত্রাতিরিক্ত বর্ষণ এবছরে না হলেও ভুটান ও তরাই-ডুয়ার্স এ প্রবল বর্ষণ এবং বাংলাদেশ থেকে জল ছাড়ায় আত্রেয়ী নদী পূর্ণ যৌবনা l ইতি মধ্যেই নদীর বিস্তৃর্ণ অববাহিকা জলে টইটুম্বুর l তাই আগাম সতর্কতা ও বিগত দিনের অভিজ্ঞতালবদ্ধ জ্ঞানের বিশ্লেষণ এর উদ্দেশ্যে বালুরঘাট শহরে এক মনোজ্ঞ   আলোচনা চক্রের আয়োজন করে দিশারী সংকল্প নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রসূন ব্যানার্জী, অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েক,বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক সন্দীপ বিশ্বাস ,সঞ্জয় মৌলিক  ,পরিবেশ কর্মী ,বিভিন্ন ক্লাব ,NGO,সাংস্কৃতিক সংস্থা ও বিগত বন্যায় ভুক্তভোগী মানুষজন l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 জেলা পুলিশ সুপার প্রসূন ব্যানার্জী বিগত বছরের বন্যার অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন এবং এবছর বন্যা হলে তা কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কিভাবে তা মোকাবিলা করতে হবে সেব্যাপারে আলোচনা করেন l বিগত বন্যায় টিম দক্ষিণ দিনাজপুর যেভাবে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় একযোগে লড়েছিলেন তার উল্লেখ করেন lঅনুষ্ঠানের আয়োজক শিক্ষক ও পরিবেশ কর্মী তুহিন শুভ্র মণ্ডল জানান, বিগত বছরের ভয়াবহ বন্যায় জেলায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এবছরের বন্যার আশঙ্কা থাকায় আগাম সতর্কতা নেওয়ার পরিকল্পনা করা হয় এদিনের অনুষ্ঠানের মাধ্যমে।এছাড়াও বক্তব্য রাখেন পরিবেশ কর্মী কৃষ্ণজ্যোতি গোস্বামী ও অতিরিক্ত জেলাশাসক কৃত্তিবাস নায়েক l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 ২০১৭ সালে দক্ষিণ দিনাজপুর ঘটে যাওয়া ভয়াল বন্যার স্মৃতি এখন দগদগে, এবার বন্যা হলে কি ভাবে তার মোকাবিলা হবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন তার আগাম সতর্কতা নিচ্ছে সরকারি ভাবে। তুহিন শুভ্র মন্ডল বলেন বন্যা হলে কিভাবে তার মোকাবিলা করা হবে তার জন্য সরকারি স্তরে উদ্যোগ শুরু হয়েছে গত বন্যায় বিভিন্ন সংগঠনে ভুমিকার কথা মাথায় রেখে একটি  সামাজিক উদ্যোগও প্রয়োজনীয় l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *