December 21, 2024

  উচ্চ মাধ্যমিকের পর কোনটা বেছে নেবেন! পরামর্শ দিলেন শিক্ষক। পেশাদারী ডিগ্রি নাকি চিরাচরিত অ্যাকাডেমিক ডিগ্রি?

1 min read

  উচ্চ মাধ্যমিকের পর কোনটা বেছে নেবেন! পরামর্শ দিলেন শিক্ষক। পেশাদারী ডিগ্রি নাকি চিরাচরিত অ্যাকাডেমিক ডিগ্রি?

 সদ‍্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ‍্যমিকের ফলাফল। রেজাল্ট হাতে পেয়ে এখন অনেক ছাত্র-ছাত্রীদের মনে একটাই প্রশ্ন উচ্চ মাধ্যমিক পাশের পর কোন বিভাগে পড়াশোনা করলে কেরিয়ার গড়ার সুযোগ ভাল হবে?সদ‍্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ‍্যমিকের ফলাফল। রেজাল্ট হাতে পেয়ে এখন অনেক ছাত্র-ছাত্রীদের মনে একটাই প্রশ্ন উচ্চ মাধ্যমিক পাশের পর কোন বিভাগে পড়াশোনা করলে কেরিয়ার গড়ার সুযোগ ভাল হবে? পেশাদারী কোনও ডিগ্রি নাকি অ‍্যাকাডেমিক ডিগ্রি? কোনটি করলে কেরিয়ারের জন‍্য ভাল হবে? এই প্রতিবেদনে রইল এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর।বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীরা বেছে নেন পছন্দের বিষয়ের উপর অনার্স-সহ ব্যাচেলার ডিগ্রী করাকে। এই ডিগ্রী অর্জনের পর স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ থাকে। আবার বি এড করে শিক্ষকের চাকরিতেও নিযুক্ত হওয়া যায়।

ব‍্যাচেলার ডিগ্রি অর্জনের পর বিভিন্ন চাকরির পরীক্ষাতেও থাকে বসার সুযোগ।আবার অনেক ক্ষেত্রেই শিক্ষার্থী এই সময় এমন বিষয়ে পড়াশুনো করতে চান যে বিষয়ে পড়াশোনার পর কোনও একটি ক্ষেত্রে সহজেই মিলবে চাকরির সুযোগ। তাই অনেকের মনে একটাই প্রশ্ন উচ্চ মাধ্যমিক পাশের পর কোন বিষয়গুলো নিয়ে তারা পড়াশোনা করবেন?এ বিষয়ে বিশিষ্ট শিক্ষক প্রভাস সরকার জানালেন, উচ্চ মাধ্যমিকের রেগুলার কোর্স কিংবা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবেন। প্রফেশনাল কোর্স গুলো করা থাকলে সরকারি চাকরি না হলেও কিছু কিছু কোর্স করলে যেকোনও প্রাইভেট কোম্পানিতে সহজে চাকরি পাওয়ার পথ প্রশস্থ হবে।এর মধ্যে অন্যতম হল সাংবাদিকতা, ফ্যাশন ডিজাইনিং, নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয় গুলো নিয়ে পড়তে পারেন। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া যেতে পারে। কিংবা কেউ যদি ভবিষ্যতে আইনজীবিকাকে পেশা হিসেবে বেছে নিতে চায় সেই ধাপ অনুযায়ী পড়তে পারে।এছাড়াও বিটেক (ব্যাচেলার অফ টেকনোলজি) কিংবা বিবিএ ( ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) এইসব বিষয় নিয়েও পড়াশোনা করতে পারেন। তবে এক্ষেত্রে শিক্ষক প্রভাস সরকারের পরামর্শ সর্বপ্রথম আপনার কোন বিষয়ে আগ্রহ তা নিজেকে বুঝতে হবে। সেই বিষয় নিয়েই ভবিষ‍্যতে এগোনো উচিত। আগামী দিনে কোন বিষয় নিয়ে পড়লে অথবা কোন কোর্সের অধীনে পড়াশোনা করলে যথেষ্ট তাড়াতাড়ি সাফল্য মিলবে তা নিয়ে চিন্তাভাবনা করার বদলে নিজের পছন্দ মাফিক বিষয়টিকে বেছে নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করলে আগামীতে অবশ্যই সাফল্য মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *