কালিয়াগঞ্জে বহু প্রতীক্ষিত আর্ট গ্যালারীর উদ্বোধন করলেন পৌর পিতা রাম নিবাস
1 min readকালিয়াগঞ্জে বহু প্রতীক্ষিত আর্ট গ্যালারীর উদ্বোধন করলেন পৌর পিতা রাম নিবাস
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৫ মে: বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে বহু প্রতীক্ষিত রামধনু আলোকবৃত্ব আর্ট গ্যালারির উদ্বোধন করলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা।পৌর পিতা রাম নিবাস সাহা বলেন কালিয়া গঞ্জের মত একটি পৌর শহরের মাথায় আর্ট গ্যালারির মত একটি নুতন পালক বসায় কালিয়াগঞ্জ বাসী হিসাবে আমরা গর্বিত।তিনি নুতন আর্ট গ্যালারীর প্রাণ পুরুষ মিঠুন সরকারকে তার কর্ম তৎপরতার জন্য অভিনন্দন জানান।রামধনু আলোকবৃত্ত আর্ট গ্যালারীর প্রাণ পুরুষ মিঠুন সরকার বলেন
তিনি দীর্ঘদিন ধরে অঙ্কন শিল্পের সাথে যুক্ত থাকার সুবাদে তার দীর্ঘ দিনের স্বপ্ন এতদ অঞ্চলের ছেলেমেয়েদের জন্য একটি আর্ট গ্যালারী কি ভাবে করা যায় তার চেষ্টা তিনি করে আসছিলেন। আজ সেটি বাস্তবে রূপ পাওয়ায় তিনি সবাইকে অভিনন্দন জানান।তিনি বলেন এই আর্ট গ্যালারীতে ১৫ থেকে ১৮ মে পর্যন্ত বিভিন্ন ধরনের ছবির প্রদর্শনী চলবে।এখানে পছন্দ মত ভালো ছবি ক্রয় করবার ইচ্ছা থাকলে সেটিও হতে পারে।এর পর নিয়মিত এটি খোলা থাকবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার কমিশনার মনোজ সরকার,বিশিষ্ট চিত্র শিল্পী বিমান নাগ,বিশিষ্ট লেখিকা সম্পা নাগ, প্রসেনজিৎ চক্রবর্তী,অর্জুন চক্রবর্তী,বিপ্লব বাছাড়,রঞ্জিত বাগ সহ আসাম,নেপাল ঝাড়খন্ড থেকে আসা চিত্র শিল্পীগণ।আর্ট গ্যালারীর উদ্বোধনকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয়।