January 12, 2025

রক্তদান জীবনদানফুটবে হাসি বাঁচবে প্রাণ,করলে তুমি রক্তদান

1 min read
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট)8ই জুলাই:-  রক্তদান জীবনদানফুটবে হাসি বাঁচবে প্রাণ,করলে তুমি রক্তদান।–  এই  উদ্দেশ্যকে সামনে রেখে রক্ত দানের আয়োজন করলো শিক্ষক সমাজ lআজ সকাল ১১টা থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার উদ‍্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হয় l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 প্রথমে রক্তদান করেন সমিতির জেলা সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত মন্ডল। অত:পর রক্তদান করেন বালুরঘাট মহাবিদ‍্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শ্রী বিক্রম রায় ও প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রী ভীম হালদার। এরপর একে একে সমিতির অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ রক্তদান করেন। 
এই মহতী সামাজিক অনুষ্ঠানে অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যক্তিগণ উপস্থিত ছিলেন তন্মধ‍্যে সমিতির জেলা কোষাধ‍্যক্ষ শ্রী দিব‍্যেন্দু বসাক, প্রাক্তন জেলা সম্পাদক শ্রী অজয় কুমার সাহা, প্রাক্তন মহিলা সেলের জেলা সম্পাদিকা শ্রীমতী অপর্ণা রায়, বালুরঘাট সদর চক্রের সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণেন্দু রায়, তপন চক্রের সাধারণ সম্পাদক শ্রী সুমন সরকার প্রমুখ। সকলের সক্রিয় সহযোগিতায় আজকের এই সামাজিক অনুষ্ঠান সর্বাঙ্গীণ সাফল‍্যমন্ডিত  হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *