মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হলো তিন যুবক
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট)10ই জুলাই:-মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হলো তিন যুবক l কিশোর হাজরা, বিশ্বজীৎ হালদার, অজয় বর্মন, তিনজনই কলেজ পড়ুয়া।প্রত্যেকের বাড়িই পতিরামে।গতকাল রাত্রি ১১ টায় পরানপুরে টাটা সুমোর ধাক্কায় তিনজনই মারা যান।একজন ঘটনাস্হলে এবং বাকি ২ জন হাসপাতালে মারা যান।অজয় বর্মন বাড়ি পতিরাম নিচাবন্দরে।সে বালুরঘাট ল কলেজের ছাত্র ছিলো, বিশ্বজীৎ হালদার বাড়ি পতিরাম কাছাড়ীপাড়ায় l B.A 2nd year এর ছাত্র ছিলো।পতিরাম কলেজের।কিশোর হাজরার বাড়ি পতিরাম আমতলীতে।সেও স্নাতকস্তরের ছাত্র ছিলো।ঘটনা ঘটার কিছুক্ষনের মধ্যেই হাসপাতালে উপস্হিত হন বালুরঘাট থানার I.C সঞ্জয় ঘোষ এবং বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কুমার রায়।পতিরামে ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});