মুখ্যমন্ত্রীর জেলা সফরের মধ্যেই তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙ্গন ধরল। বিজেপিতে যোগ দিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল নেত্রী কবিতা বর্মন
1 min readমুখ্যমন্ত্রীর জেলা সফরের মধ্যেই তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙ্গন ধরল। বিজেপিতে যোগ দিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল নেত্রী কবিতা বর্মন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬ এপ্রিল: লোকসভা ভোটের ঠিক পূর্ব মুহূর্তে শনিবার হেম তাবাদে রাজ্যের মুখ্যমন্ত্রীর জেলা সফরের মধ্যেই তৃণমূল দলে ভাঙন দেখা গেল।যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমতাবাদের জনসভার ভোট ভিক্ষায় ব্যাস্ত ঠিক সেই মুহূর্তেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিজেপির দলীয় কার্যালয়ে উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের প্রাক্তন জেলা সভাধিপতি কবিতা বর্মন ও তার স্বামী তৃণমূল নেতা প্রফুল্ল বর্মন লোকসভা ভোটের প্রাক্কালে তৃণমূলের বড়সড় ক্ষতি করে গেরুয়া শিবিরে যোগ দিলেন।
এখানেই শেষ নয় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য মৌসুমী রায় চৌধুরী সিংহ এবং মহিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মধখ্য বিজয় সিংহ এস সি এস টি ওবিসি সেলের প্রাক্তন কার্যকরী সভাপতি সোমনাথ মুর্মু এদিন বিজেপি তে যোগ দেন শনিবার রায়গঞ্জের বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের হাত থেকে গেরুয়া পতাকা গ্রহণ করেন সবাই। উপস্থিত ছিলেন বিজেপির রায়গঞ্জ লোকসভার প্রার্থী তথা তরুণ তুর্কি কাজ পাগল প্রার্থী কার্তিক চন্দ্র পাল।কবিতা বর্মন ২০১৯ সালের পঞ্চায়েত নির্বাচনে হেমতা বাদের কমলা বাড়ি অঞ্চল থেকে জেলা পরিষদের আসনের জন্য তৃণমূলের টিকিটে জয়লাভ করেন।তিনি গত ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে টিকিট না পেয়ে বেশ কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলেন।আজ কবিতা বর্মন এবং প্রফুল্ল বর্মন দুজনেই গেরুয়া সিবিরে যোগ দেওয়ায় বিজেপির সমর্থকদের মধ্যে ব্যাপক খুশির হাওয়া বইছে। জানা যায় মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই গেরুয়া শিবির সবাই যোগদান করেন।