মুখ্যমন্ত্রীর জনসভায় আগত তৃণমূল কর্মী সমর্থকদের মিষ্টি ও শরবত বিতরণ করল বিজেপি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে।
1 min readমুখ্যমন্ত্রীর জনসভায় আগত তৃণমূল কর্মী সমর্থকদের মিষ্টি ও শরবত বিতরণ করল বিজেপি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে।
কাঠফাটা রুদ্রকে উপেক্ষা করে চলছে প্রত্যেকটির রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার। একে অপরকে টেক্কা দিতে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। আজ যখন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যানী সমর্থনে হেতাবাদের মাঠে মুখ্যমন্ত্রী জনসভা হয় তখন দেখা গেল এক অভিনব ছবি শহরের বুকে। দেখা গেল বিভিন্ন জায়গা থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এই কাঠফাটা রোদ্রে তাদের একটু আরাম দিতে এগিয়ে এলো বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিকে এগিয়ে এসে তাদের কে শরবত ও মিষ্টি বিতরণ করতে। যা এক ভিন্ন ধরনের ছবি ফুটে উঠলো ভোটের ময়দানে সৌজন্যতার প্রতীক হিসেবে।আজ ৬ এপ্রিল । ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। গোটা দেশে এই দিনটিকে সাড়ম্বরে পালন করছেন বিজেপি নেতাকর্মীরা।
একই ছবি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদেও। হেমতাবাদে বিজেপি পার্টি অফিসে পতাকা উত্তোলন করা হয়। এরপর সেবামূলক কর্মসূচি গ্রহণ করে দলের নেতৃত্ব। তারা পথ চলতি মানুষের হাতে সরবত ও মিষ্টি তুলে দেন। এদিকে এদিনই হেমতাবাদে জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সকাল থেকেই রাস্তাঘাটে তৃণমূল কর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ফলে পথ চলতি তৃণমূল কর্মীদের হাতে শরবত ও মিষ্টির তুলে বিজেপি নেতৃত্ব। আসন্ন ভোট ঘিরে চতুর্দিকে যখন রাজনীতির হানাহানির ঘটনা ঘটছে তখন হেমতাবাদে শরবত ও মিষ্টি বিতরণ ঘিরে ফুটে উঠল সৌজন্যতার ছবি। বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব সরকার জানিয়েছেন সামনেই আসছে লোকসভা নির্বাচন। গণতন্ত্রের এই উৎসবে সকলে যাতে শান্তি বজায় রেখে সামিল হন এদিন সেই বার্তায় তুলে ধরা হয়।