বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহ এর দাবি তে ডেপুটেশন
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস(বালুরঘাট)13ই জুলাই ::- বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলার ডাকে বালুরঘাটের মহকুমাশাসকের নিকট ডেপুটেশন প্রদান কর্মসূচি গৃহীত হলো আজ ।কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার,জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার,সম্পাদক স্বরুপ চৌধুরি,বিজেপির যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত সহ অনেকে। বালুরঘাট পুরসভার দুর্নীতির তদন্ত,দ্রুত বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহ ,বালুরঘাট পুরসভার নির্বাচনের সঠিক সময়ে করা,জাতিগত শংসাপত্র,প্রতিবন্ধী ভাতা প্রদানের অস্বচ্ছতার বিরুদ্ধে এবং বিভিন্ন আমলাদের পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদে আজ
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কের এই কার্যক্রম।আজকের প্রতিবাদ সভাতে বক্তব্য রাখেন যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত,বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার,রাজ্য কমিটির সদস্য রঞ্জন মন্ডল এবং বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার।