January 12, 2025

এক ছাত্রকে লক্ষ করে গুলি

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কোচবিহার কলেজের এক ছাত্রকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ উঠল প্রাক্তন ছাত্রদের বিরুদ্ধে । আহত ছাত্রের নাম মাজিদ আনসারি । দ্বিতীয় বর্ষের ছাত্র, সে কোচবিহার কলেজ ইউনিটের টিএমসিপি র কনভেনর। অভিযোগ আজ তিনটা নাগাদ কলেজে ভর্তি চলাকালিন কলেকে ঢুকে ঝামেলা করে কিছু প্রাক্তন ছাত্র। এর ঘটনা নিয়ে কলেজে উত্তেজনা তৈরি হয় , সেই সময় পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এর পর যখন মাজিদ বাড়ি ফিরছিল সেই সময় তাঁকে লক্ষ করে গুলি ছোরে অভিজিত বর্মন, লোটাস, এবং নবাব ইসলাম নামে প্রাক্তন ছাত্ররা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে কোচবিহার এমজে এন হাসপাতাল পরে সেখান থেকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতাল ও পরে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *