ইসলামপুর লোকনাথ কলোনীর উচ্ছেদ হওয়া পরিবার গুলির পাশে এসে দাড়াল শহর তৃনমূল কংগ্রেস
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দেবব্রত চক্রবর্তী ইসলামপুর :- শক্রবার উত্তর দিনাজপুর ইসলামপুরের শান্তিনগরের লোকনাথ কলোনি উচ্ছেদ হওয়া বাসীন্দাদের মাঝে চাল,ডাল,তেল,লবন সহ বিভিন্ন ত্রান সামগ্রী বিতরন করলো ইসলামপুর শহর তৃনমূল কংগ্রেস।প্রসঙ্গত , লোকনাথ মিশনের জমিতে প্রায় ২০-২৫ বছর ধরে কুড়ি টি পরিবার জবরদখল করে পরিবার নিয়ে বসবাস করছিল।সম্প্রতি ইসলামপুর মহকুমা আদালতে নির্দেশে ইসলামপুর মহকুমা প্রশাসন তাদের উচ্ছেদ করে।তাই গত ১৪ দিন ধরে কুড়িটি পরিবারের প্রাই ১০০ জন মানুষ আশ্রয়হীন হয়ে সকলেই এখন লোকনাথ মন্দিরে অস্থায়ী ভাবে বসবাস করছে।আজকে ইসলামপুর শহর তৃনমূল কংগ্রেসের নেতৃত্বে ওই লোকনাথ কলোনির আশ্রয়হীন মানুষদের মধ্যে ত্রান বিতরন করেন।শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দে সরকার বলেন যে,আজকে আমরা প্রত্যেক পরিবারকে ২৫ কেজি চাল,ডাল,লবন সহ অনান্য সামগ্রী দিয়েছি।যতদিন পর্যন্ত এদের কোনো থাকার ব্যাবস্থা হচ্ছে না ততদিন আমরা এদের পাশেই থাকবো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});