পায়েস বিতরণের মধ্য দিয়ে বালুরঘাট দিশারী ক্লাব এন্ড লাইব্রেরির সুবর্ন জন্ম জয়ন্তী উৎসবের সূচনা
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট দিশারী ক্লাব এন্ড লাইব্রেরির সুবর্ন জয়ন্তী বর্ষের সূচনা হয় উৎসবে আগতদের পায়েস প্রদানের মধ্য দিয়ে।এদিন অনুষ্ঠানের পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠা তা সদস্য তথা সমাজসেবী সলিল মজুমদার,নিতাই চন্দ্র মণ্ডল, বিশিষ্ট কবি অমল বসু,বাচিক শিল্পী সুবীর চৌধরী,বর্ষীয়ান ক্লাব সদস্য কালু মজুমদার।সন্ধ্যায় ক্লাব চত্তরে ক্লাবের ৫০বর্ষ পূর্তি উপলক্ষে ৫০টি মোমবাতি প্রজ্বলন করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সন্ধ্যায় চলে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান।বালুরঘাট দিশারী ক্লাব ও লাইব্রেরির সভাপতি নীল কমল সাহা বলেন তাদের ক্লাবের ৫০বর্ষ পূর্তি উপলক্ষে সারা বছর ধরেই সাংষ্কৃতিক ও সামাজিক কাজ চলবে।ক্লাবের সহ-সম্পাদক সম নাথ সাহা বলেন একটি ক্লাব ৫০বছর ধরে মানুষের জন্য কাজ করায় এই ক্লাবের একজন সদস্য হিসেবে গর্ববোধ হয়।বালুরঘাট দিশারী ক্লাব এন্ড লাইব্রেরির সম্পাদক তুহিন শুভ্র মন্ডল বলেন ক্লাবের সুবর্ন জয়ন্তী বর্ষ উপলক্ষে শনিবার ক্লাবের পক্ষ থেকেবালুরঘাটের সুভায়ন হোমে গিয়ে হোমের ৮০জন আবাসিককে লেখাপড়ার খাতা,পেন্সিল, পেন দেবার সাথে সাথে সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা ও করলে হোমের আবাসিকরা ভীষন খুশি হয়।