January 13, 2025

২২ ফুটের পেতলের রথ

1 min read

রাহুল রায়, পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমান কাঞ্চন নগর রথতলা রথযাত্রা পরিচালন  সমিতির সভাপতি তথা বর্ধমান পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিলর খোকন দাসের উদ্যোগে, ২২ ফুটের পেতলের রথটি ১৩ জুলাই  এবছর প্রথম বর্ধমান শহর  টাউন হল ময়দানে থেকে আজ বিকেল ৪টে সময়ে   সারা  বর্ধমান শহরের কয়েক হাজার  মানুষ কে সঙ্গে নিয়ে শোভাযাত্রার  মাধ্যমে এই রথ বীরহাটা, তেলিপুকুর হয়ে বাইপাস ধরে নিয়ে আসা হয় কাঞ্চন নগর রথতলায়।‌ এইদিন  টাউন হল ময়দানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সভাপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী সহ বহু বিদগ্ধ মানুষজন। খোকন দাসের এইরকম উদ্যোগে সুভেচ্ছা  জানিয়েছেন শহরবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *