January 13, 2025

মাহেশের রথযাত্রায় দূর দূরান্ত থেকে বহু পূণ্যার্থীর সমাগম

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

প্রতি বছরের মতো এবারও হুগলীর শ্রীরামপুরের মাহেশের রথযাত্রায় দূর দূরান্ত থেকে বহু পূণ্যার্থীর সমাগম হয়। এবারে মাহেশের রথযাত্রা ৬২২ বছরে পড়েছে। এই রথযাত্রা উৎসবকে ঘিরে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। পঞ্চাশ ফুট উঁচু বারোটি চাকা ন’টি চূঁড়া বিশিষ্ট এই রথযাত্রার বিশেষ ঐতিহ্য রয়েছে। এখানে নবকলেবর হয় না। জগন্নাথ বলরাম এবং সুভদ্রার প্রাচীন বিগ্ৰহটি এখনও পুজিত হয়ে আসছে। জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যে সেজে উঠেছে মাহেশ। রথের রশিতে টান দিতে এবং প্রত্যক্ষ করতে প্রতি বছর জিটি রোডের দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে। এই রথযাত্রা উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খল রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে চন্দননগরের তিনশো বছরের ও গুপ্তিপাড়ার প্রায় তিন শো বছরের রথযাত্রাকে এলাকার মানুষের আবেগ রয়েছে উল্লেখ করার মতো।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *