January 12, 2025

নির্মল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কুমারগঞ্জ ব্রিজ ময়দানে

1 min read
কমল কুমার বিশ্বাস (কুমারগঞ্জ) 14ই জুলাই:-নির্মল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কুমারগঞ্জ ব্রিজ ময়দানে lকুমারগঞ্জ ব্লক ইতিমধ্যেই নির্মল ব্লক ঘোষিত হয়েছে l সেই পরম্পরা বজায় রাখার জন্য উৎসাহ স্বরূপ নির্মল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করলো কুমারগঞ্জ ব্লক প্রশাসন l এদিনের এই এক দিবসীও নক আউট আট দলীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান কার্যত চাঁদের হাট লাগে l



 ফিতা কেটে খেলার শুভারম্ভ করেন কুমারগঞ্জ বিধায়ক তোরাফ হোসেন মন্ডল মহাশয় ,এছাড়াও উপস্থিত ছিলেন কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি উমা রায় ,কুমারগঞ্জ ছয় নং জেলা পরিষদ আসনের বিজয়ী প্রার্থী তথা তৃণমূল কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি মফিজুদ্দিন মিয়া ,কুমারগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী দেবদত্ত চক্রবর্তী ,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী ক্ষেম সুন্দর মন্ডল প্রমুখ l 

 কুমারগঞ্জ ব্লকের আট টি পঞ্চায়েত থেকে একটি করে দল নিয়ে মোট আট দলীয় প্রতিযোগিতা হয় l প্রতিযোগিতা শেষে বিজয়ী ভৌর পঞ্চায়েতের দল ও রানার্স সমঝিয়া পঞ্চায়েতের দল কে ট্রফি দিয়ে পুরস্কৃত করাহয় l এছাড়াও কুমারগঞ্জ ব্লকের মধ্যে মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় ব্লকের মধ্যে প্রথম স্থানাধিকারী ছাত্র ও ছাত্রীদের ডিকশনারি  ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয় l এপ্রসঙ্গে মফিজুদ্দিন বাবু বলেন -পূর্বতন বাম সরকারের আমলে গ্রামীণ ছেলে মেয়েদের কোনোদিন খেলাধুলা হোক বা শিক্ষা ক্ষেত্র হোক কোনোদিন উৎসাহ দেয়া হয়নি ,কিন্তু আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গ্রাম থেকে শহর একই গতিতে ও একই ভাবে ছেলে মেয়েদের সুপ্ত প্রতিভা অন্বেষণ হেতু সরকারি উদ্যোগে খেলা ধুলা কে প্রমোট করা হচ্ছে এবং মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে তাদের উচ্চ শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির চেষ্টা চলছে l মফিজ  বাবু এছাড়াও পবিত্র রথযাত্রা উপলক্ষে সকলকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *