সিভিক ভলেন্টিয়রের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দেবব্রত চক্রবর্তী :- এক সিভিক ভলেন্টিয়রের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানায়। মৃত সিভিক কর্মীর নাম দেবাশিস সিংহ(২৫) । মৃতের পরিবারের অভিযোগ, প্রচন্ড গরমে প্রশিক্ষণের চাপ এবং শরীর খারাপ থাকা সত্বেও জোর করে ডিউটি করানোতেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে দেবাশিস সিংহের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এখনও পর্যন্ত সরাসরি ইসলামপুর থানার পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ না করলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর কারন নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানিয়েছেন মৃত সিভিক কর্মী দেবাশিসের পরিবার।মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়র দেবাশিস সিংহের গতকাল সকাল আটটা থেকে প্রশিক্ষণ ছিল। দেবাশিসের শরীর খারাপ থাকায় সে মাঠে দৌড়ানোর সময় দু-তিনবার পরেও যায়। অভিযোগ এরপরেও ইসলামপুর থানার সিভিক মনিটর তাকে ডিউটিতে নামিয়ে দেয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর সে শরীর খারাপ থাকায় সন্ধ্যায় চিকিৎসকও দেখায়। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পরে দেবাশিস। আজ ভোড়ে তাকে বাড়ির লোক ডাকতে গেলে কোনও সাড়া না দেওয়ায় ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ দেবাশিসকে। হাসপাতালে চিকিৎসকেরা দেবাশিসজে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ইসলামপুর থানার সিভিক ভলিন্টিয়র কর্মী মহলে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});