ট্রাফিক নিয়ম মেনে চলতে বাইক ৱ্যালি পতিরামে
1 min read
কমল কুমার বিশ্বাস(পতিরাম)15ই জুলাই :-পতিরাম যুব সমাজের পক্ষ থেকে আজ এক বাইক ৱ্যালি অনুষ্ঠিত
হয় l আজকের এই ৱ্যালি মূলত সমস্ত ধরণের যানবাহন যাতে ট্রাফিক নিয়ম মেনে চলে সেই উদ্দেশ্য নিয়েই সংগঠিত হয় l আয়জকরা মূলত দাবি রেখেছে –1) বাইক আরোহীরা উপযুক্ত সুরক্ষা গ্রহণ করব,সুস্হভাবে এবং নিয়ন্ত্রিত স্পিডে বাইক ব্যবহার করব।2)তিন-চার-ছয়-আট-দশ-বারো-চোদ্দো চাকার ছোটো-বড় গাড়ির চালকদেরও সুস্হ অবস্থায়, নিয়ন্ত্রিত স্পিডে গাড়ি চালানো এবং অযথা ওভারটেক কিংবা হঠাৎ টার্ণ বন্ধ করতে হবে।3)হাইওয়েতে ভুটভুটি চলা নিয়ন্ত্রণ করতে হবে।4)মাত্রাতিরিক্ত টোটো যান নিয়ন্ত্রণ করতে হবে।যততত্র টোটো দাঁড়িয়ে থেকে অযথা জ্যামের সৃষ্টি যাবে না l5)ট্রাক্টর গুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য করতে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হবে l প্রায় শতাধিক বাইক নিয়ে এই বাইক ৱ্যালি করা হয়।তালতলা মোড় এর রাণী বাজারের সামনে থেকে নীচাবন্দর-বর্ষাপাড়া-মাঝিয়ান হয়ে লক্ষীপুর-তিনকোণামোড়-বাইপাস হয়ে কদমতলি-অরবিন্দপল্লী-সাহাপাড়া-পোদ্দারপাড়া হয়ে ঠিকাদারপাড়া-কলেজ মোড় থেকে পতিরাম চৌরঙ্গীতে এসে ৱ্যালিটি শেষ হয়।শহর পরিক্রমা শেষে বক্তব্য পথ নিরাপত্তা সংক্রান্ত বক্তব্য হয় l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজকের এই নাগরিক সচেতনতা মূলক কার্যক্রমে উপস্থিত হয়েছিলেন পতিরাম তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার দেবব্রত মিশ্র এবং ট্র্যাফিক অফিসের কিছু স্টাফ।বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরাও বাইক ৱ্যালিতে অংশগ্রহণ করেছিল lএই নাগরিক সচেতনতা মূলক কার্যক্রমের আহ্বায়ক বিশ্বজিৎ প্রামাণিক জানান গত কয়েকদিন আগে পরানপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিরামে তিনজন যুবক প্রাণ হারায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই মৃত দের মধ্যে কিশোর হাজরার দিদি লতা হাজরা ঘোষ BIKE RALLY শেষে চৌরঙ্গীতে এসে উপস্থিত হয়ে কিছু বক্তব্য রাখেন।তিনি বলেন—“সেদিনের অ্যাকসিডেন্ট হয়েছিল উল্টো দিক থেকে আসা একটা ফোর হুইলার গাড়ির চালকের কারণেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আমার ভাই রাস্তার বাম পাশে ছিল।এইরকম একটা ঘটনার পূর্ণাঙ্গ ও সঠিক তদন্ত হোক তার দাবি করছি।গোটা পতিরামবাসীর কাছে এর জন্য সাহায্যের আবেদন করছি।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});