ধর্মতলার সমাবেশকে ঘিরে প্রস্তুতি
1 min read
রাহুল রায়:২১ জুলাই দিনটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শহীদ দিবস উপলক্ষ্যে পালন করা হয়। এবছর ইতিমধ্যেই রাজ্যজুড়ে ধর্মতলার সমাবেশকে ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ বিকেল ৩ টে থেকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদযোগে গোলামবাগ মোর থেকে নবাবহাট মোর পর্যন্ত মহামিছিলে উপস্থিত ছিলেন, পর্যবেক্ষক খোকন দাস,নিশীথ মালিক বিধায়ক, রাজনৈতিক অভিভাবিকা কাকলী তাগুপ্ত, বঃ উত্তর,১নং ব্লকের ছাত্র পরিষদ সভাপতি মহঃ সাদ্দাম, জেলাপরিষদের সদস্য, ও অন্যান্য নেতৃবৃন্দ। এই মিছিল কয়েক লক্ষ্য তৃনমূল কংগ্রেসের কর্মীরা অংশগ্রহণ করেন।