রাজ্য এসে মুখ্যমন্ত্রী কে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী
1 min read
খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরাজ্য এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে । তিনি রাজ্যের মা-মাটি-মানুষের সরকারকে সিন্ডিকেট খোঁচা দিয়ে বলেন, মা-মাটি-মানুষের সরকারের আসল ছবি হল সিন্ডিকেট। চিটফান্ড থেকে আলুর বন্ড বিক্রি, সবেতেই সিন্ডিকেটের বাড়বাড়ন্ত। বাংলার মানুষ এখন বুঝতে পারছেন বামপন্থীদের সরিয়ে কী বিপদ ডেকে এনেছেন।এরপরই প্রধানমন্ত্রী মেদিনীপুরের কৃষক কল্যাণ সমাবেশ থেকে বলেন, ভোটব্যাঙ্কের জন্য সিন্ডিকেট খোলা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই সিন্ডিকেট পরিকল্পিতভাবেই খুলেছে রাজ্যের শাসকদল। বাংলার যুবকরা চাকরি পাচ্ছেন না। বামপন্থীদের সরিয়ে কী এই বিপদ আপনারা ডেকে আনতে চেয়েছিলেন। প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন আরও বলেন, পঞ্চায়েতে জোরজুলুম, সন্ত্রাসের ভোট হয়েছে। বাম শাসনের থেকেও খারাপ অবস্থা বাংলায়। তৃণমূল কংগ্রেসের রাজত্বে অপশাসন চলছে। আতঙ্কের মধ্যেও ভোট করেছেন বিজেপি সমর্থকরাষ। তাঁদেরকে প্রণাম না জানিয়ে পারছি না। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, যে গণতন্ত্র বিশ্বাস করে না, সে বাংলায় বাঁচবে না। এদিন ত্রিপুরায় বাম সরকারের পতনের উদাহারণ তুলে ধরে নরেন্দ্র মোদী বলেন, এবার বাংলায় তৃণমূল সরকারের পতন হবে, পতন ঘটাবে বিজেপি। ২০১৯ থেকেই সেই পতনের সূচনা হবে। এদিন বিশাল জনসমাগম দেখে খুশি হয়ে মোদী অতি উৎসাহে সেই কথা জানান। বলেন, এখানে আসার সময়েও রাস্তার দুধারে জনসমাগম দেখে আমি খুব খুশি। সেইসঙ্গে বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ, তিনি নিজের ছবি লাগিয়ে আমাকে স্বাগত জানিয়েছেন। তারপরই কৃষকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, আমার সরকার আপনাদের সরকার, কিষান দরদী সরকার। আমার সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে, যা কৃষকদের মুনাফা দেবে, তাঁদের শক্তি জোগাবে।নতুন ভারত গড়ে উঠবেই। নতুন ভারতের স্বপ্নপূরণ করতে এগিয়ে এসেছে দেশবাসী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});