ব্রেকিং নিউস- এমুহূর্তের বড়ো খবর ,গ্রেপ্তার দক্ষিণ দিনাজপুরের বিজেপি সভাপতি শুভেন্দু সরকার
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট) 16ই জুলাই :-ব্রেকিং নিউস- এমুহূর্তের বড়ো খবর ,গ্রেপ্তার দক্ষিণ দিনাজপুরের বিজেপি সভাপতি শুভেন্দু সরকার.দক্ষিণ দিনাজপুরের বিজেপি নেত্রী মৌসুমী মজুমদার এর আত্ম হত্যার ঘটনায় অভিযুক্ত বিজেপি জেলা সভাপতিকে গ্রেপ্তার করলো পুলিশ। (সূত্র মারফত) l যদিও পুলিশ এবিষয়ে মুখ খোলেনি এখনো ।খবরের সত্যতা এখনো যাচাই হয়নি lপ্রসঙ্গত গত 4,ই জুন,2018(as learnt) বিজেপি দলের জেলা সহ সভানেত্রী মৌসুমী মজুমদার আত্ম হত্যা করে মারা যান l মৌসুমী দেবীর স্বামী প্রদীপ মজুমদার তার স্ত্রীর মৃত্যু তথা আত্মহত্যার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সভাপতি শুভেন্দু সরকার সহ পাঁচ জনের বিরুদ্ধে বংশীহারি থানায় অভিযোগ দায়ের করেন গত 8ই জুন ,2018 l
প্রদীপ বাবু লিখিত অভিযোগ করে জানান তার মৃতা স্ত্রীর এই অকাল প্রয়ানের জন্য শুভেন্দু বাবু সহ পাঁচ জনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনী দায়ী l বংশীহারি থানা কেস নো -87/18,under section -306,34 IPC তে কেস চালু করে তদন্তে নামে l (as learnt through source)l আজ রাত্রি তে সূত্র মারফত জানাযায় শুভেন্দু বাবু গঙ্গারামপুরে দলীয় মিটিং থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে l এই খবর জানাজানি হতেই এলাকায় শোরগোল পরে যায় l বিজেপির বেশির ভাগ দলীয় নেতৃত্ব মেদিনীপুরে প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জনসভায় থাকার দরুন এখনো পর্যন্ত বিজেপির কোনো হেভিওয়েট নেতার খোঁজ নেই l সূত্র মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী শুভেন্দু বাবুর বেল পিটিশন উচ্চ আদালতে রিজেক্ট হয়েছে l