January 13, 2025

"বর্তমানের কথা"য় প্রকাশিত খবরে সিলমোহর দিলো বিজেপি নেতৃত্ব

1 min read

কমল কুমার বিশ্বাস (বালুরঘাট) 18ই জুলাই:-“বর্তমানের কথা”য় প্রকাশিত খবরে সিলমোহর দিলো বিজেপি নেতৃত্ব l গত 22 শে জুন আমরাই সর্বপ্রথম প্রকাশ করেছিলাম কংগ্রেস এর দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি দল পরিবর্তন করতে চলেছেন বিজেপিতে l তখন কার্যত বিজেপি জেলা সভাপতি বা বিজেপির জেলা নেতৃত্ব বা নীলাঞ্জন বাবু কেওই সিলমোহর দেন নি সরাসরি l কিন্তু আজ কুমারগঞ্জ এর গোপালগঞ্জে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মানস সরকার খোলা মঞ্চে স্বীকার করেনিলেন আমাদের পরিবেশিত খবরের সত্যতা l প্রসঙ্গত আমাদের প্রকাশিত খবর মোতাবেক নীলাঞ্জন বাবু ও কংগ্রেসের তাবড় নেতারা এবং তপনের বাম নেতৃত্ব 30 শে জুন বিজেপিতে যোগদান করতে চলেছেন l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সব কিছু ঠিক থাকলেও এই যোগদান প্রক্রিয়া সেই দিন না হওয়ার কারণ হিসাবে কৈলাস বিজয়বর্গীর মায়ের অকস্মাৎ  অসুস্থতার কথা জানা যায় lআজ বিজেপির পথ সভায় বিজেপির সাধারণ সম্পাদক দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপিকে রোখা যাবেনা l 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তাই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বিজেপির জয়েনিং প্রক্রিয়া চলবে l  তিনি জানান আগামী 21শে জুলাই বিজেপিতে কংগ্রেসের জেলা সভাপতির যোগদান নিশ্চিত l কংগ্রেস সভাপতি ও অন্যান্য নবাগত নেতা কর্মীদের দলীয় পতাকা তুলে দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী ,বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায় l এছাড়াও পরের দিন তপনের করদহতে কয়েকহাজার সংখ্যালঘু মানুষ অন্যান্য দল থেকে দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করবেন l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *