"বর্তমানের কথা"য় প্রকাশিত খবরে সিলমোহর দিলো বিজেপি নেতৃত্ব
1 min readকমল কুমার বিশ্বাস (বালুরঘাট) 18ই জুলাই:-“বর্তমানের কথা”য় প্রকাশিত খবরে সিলমোহর দিলো বিজেপি নেতৃত্ব l গত 22 শে জুন আমরাই সর্বপ্রথম প্রকাশ করেছিলাম কংগ্রেস এর দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি দল পরিবর্তন করতে চলেছেন বিজেপিতে l তখন কার্যত বিজেপি জেলা সভাপতি বা বিজেপির জেলা নেতৃত্ব বা নীলাঞ্জন বাবু কেওই সিলমোহর দেন নি সরাসরি l কিন্তু আজ কুমারগঞ্জ এর গোপালগঞ্জে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মানস সরকার খোলা মঞ্চে স্বীকার করেনিলেন আমাদের পরিবেশিত খবরের সত্যতা l প্রসঙ্গত আমাদের প্রকাশিত খবর মোতাবেক নীলাঞ্জন বাবু ও কংগ্রেসের তাবড় নেতারা এবং তপনের বাম নেতৃত্ব 30 শে জুন বিজেপিতে যোগদান করতে চলেছেন l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});