শহিদদের বিচারের জন্য পদয়াত্রা রায়গঞ্জ
1 min read
তন্ময় দাস,রায়গঞ্জ :২১শে জুলাই সংগ্রাম করা শহীদের বিচারের জন্য পদযাত্রা করল উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস কমিটি। এদিন বিকালে য়ুব কংগ্রেসের পক্ষ থেকে একটি পদ য়াত্রা বেড় করা হয় রায়গঞ্জ শহরের গান্ধীমূর্তি থেকে পদযাত্রা শুরু করে শহরের শিলিগুড়ি মোড়ে গিয়ে একটি সভা করেন । বক্তব্য রাখেন কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক মোহিত সেনগুপ্ত, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার গুহ, ছাত্র পরিষদ সভাপতি নব্যেন্দু ঘোষ, রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলি, মহিলা কংগ্রেস নেত্রী নার্গিস খাতুন সহ অন্যান্যরা.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});