"KEEP CLEAN,GO GREEN" স্লোগানকে সামনে রেখে পুরো দক্ষিণ দিনাজপুরের আট টি থানা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট)21শে জুলাই:-আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ বিভিন্ন সামাজিক দায়বদ্ধতায় সব সময় নিজেদের সামিল করে থাকে l ইতিপূর্বে শিক্ষা নিকেতন ,মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ ,পুলিশি উদ্যোগে মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল এর মতো বহু জনকল্যাণ মুখী কাজে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ নিজেদের নিয়োজিত করেছে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ আবার “KEEP CLEAN,GO GREEN” স্লোগানকে সামনে রেখে পুরো জেলার প্রতিটি থানায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছে l আজ সকাল থেকেই দক্ষিণ দিনাজপুরের আট টি থানার নিজস্ব এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বৃক্ষ রোপনও হয় কয়েক জায়গায় l থানার ওসি/আই.সি থেকে শুরুকরে সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত সকলেই হাসি মুখে হাতলাগায় এই স্বচ্ছতা অভিযানে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});