বিরোধী শিবিরে ভাঙ্গন ধরালো বিজেপি দক্ষিণ দিনাজপুরে
1 min read
কমল কুমার বিশ্বাস (করদহ) 22শে জুলাই:-আবারো বিরোধী শিবিরে ভাঙ্গন ধরালো বিজেপি l আজ দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের করদহ হাই স্কুল ময়দানে বিভিন্ন দল থেকে প্রায় পনেরো হাজার কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেন l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ l এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন দুই সভাপতি শ্রী বিশ্বনাথ পাল ও গৌতম চক্রবর্তী ,বিজেপির সাধারণ সম্পাদক মানস সরকার ,বিজেপির রাজ্য কমিটি সদস্য রঞ্জন মন্ডল,মালদা জেলার সভাপতি ও দক্ষিণ দিনাজপুরের পর্যবেক্ষক সঞ্জীব মিশ্র ,বিজেপি মহিলা মোর্চার রাজ্য সহ সভানেত্রী মাফুজা খাতুন প্রমুখ l বর্ষা বাদল উপেক্ষা করেও আজের এই দলীয় কর্মসূচিতে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো l প্রায় পনেরো থেকে কুড়ি হাজার লোকের সমাগম হয় আজকের এই যোগদান কর্মসূচিতে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মূলত জিল্লুর রহমান(RYF এর রাজ্য কমিটির সদস্য),সুব্রত বিশ্বাস (লোকাল সম্পাদক ও বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য ),লক্ষী মুর্মু (পঞ্চায়েত সমিতির সভাপতি,এছাড়াও মহিলা সংগঠনের ডেপুটি চেয়ারম্যান),কংগ্রেস এর মুনমুন ঘোষ (ব্লক সভানেত্রী) দের নেতৃত্বে এই যোগদান প্রক্রিয়া চলে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজ বাম ও কংগ্রেস থেকে হাজার পনেরো লোক বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব ও যোগদানকারীরা l এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ,ভাঙ্গন তো সবে শুরু ,লোকসভা ভোট আসতে আসতে আরো অনেক কিছু হতে চলেছে l তৃণমূলের শেষের শুরু ঘটে গিয়েছে l বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে বিজেপিকে আটকানোর যে খেলায় প্রশাসন নেমেছে তার ফল ফল ভালো হবে না l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});