পোলট্রি শেড তৈরি করে দেওয়া হচ্ছে বিনামূল্যে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাহুল রায়, পূর্ব বর্ধমান:২৩ জুলাই,কাটোয়া ২নং ব্লকের উদ্যোগে বিনামূল্যে একটি পোলট্রি শেড তৈরি করে দেওয়া হচ্ছে, শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের এলাকার একটি পরিবারকে।কাটোয়া ব্লকের নন্দীগ্রামে রিয়া রায় নামে একটি বাচ্চা পুষ্টির অভাবে ওজন কম ধরা পড়েছে। পরিবারের প্রধান অনন্ত রায় জানান, আমার মেয়ে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত। বাচ্চাটির পুষ্টির অভাব মেটানোর জন্য একটি পোলট্রি শেড নির্মাণের কাজ চলছে। আজ তা পরিদর্শনে আসেন কাটোয়া ২ নংব্লকের জয়েণ্ট বিডিও শুভেন্দু বর্মনের নেতৃত্বে একটি টিম।জয়েণ্ট বিডিও শুভেন্দু বর্মন বলেন, “বিনামূল্যে সরকারী উদ্যোগে পোলট্রি শেড করার পাশাপাশি বিনামূল্যে ২০-২৫টি মুরগী বাচ্চা দেওয়া হবে। যেগুলি প্রতিপালন করে ডিম দেবে। সেই ডিম খেলে বাচ্চাটির প্রোটিনের জোগান হবে”। ফলে বাচ্চাটির স্বাভাবিক বৃদ্ধির পাশাপাশি ওজনও বাড়াবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});