সবুজ সাথী প্রকল্পের আওতায় ছাত্র ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ হলো কুমারগঞ্জ ব্লকে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস (বালুরঘাট) 24শে জুলাই :-সবুজ সাথী প্রকল্পের আওতায় ছাত্র ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ হলো কুমারগঞ্জ ব্লকে l সাইকেল পেয়ে ভীষণ খুশি কচিকাঁচারা l প্রসঙ্গত কুমারগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে কুমারগঞ্জ ব্লকের তিনটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাইকেল বিতরণ করা হয় l এলাকার এলেন্দরী উচ্চ বিদ্যালয় ,দিওর পানাউল্লা উচ্চ বিদ্যালয় ও কুলহরী উচ্চবিদ্যালয়ের 1441 জন ছাত্র ছাত্রীকে সাইকেল দেয়া হয় l ব্লক প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট 725 জন ছাত্র ও 716 জন ছাত্রী আজ এই সরকারি সহায়তা পায় l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী দেবদত্ত চক্রবর্তী ,কুমারগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী পার্থ ঝা ,তিনটি বিদ্যালয়ের শিক্ষক ও বেনিফিশিয়ারি ছাত্র ছাত্রীরা l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});