উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নে ব্যার্থ রাজ্য সরকার জানালেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপির পালক রুপক রায়
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবর্তী:-রাজ্যের মূখ্যমন্ত্রী প্রতিমাসে উত্তরবঙ্গে এসে ১৭টি জনজাতির উন্নয়নে ব্যাপক কর্মকান্ড শুরু করলেও উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার শোষিত নিপিরিত জনজাতী রাজবংশী সম্প্রদায়ের উন্নয়নে তার কোন ভুমিকা নেই।ফলে আজো জেলার পিছিয়ে পড়ে রয়েছে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা।এই সাক্ষাৎকারে একথা জানালেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপির পালক রুপক রায়।তিনি বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী প্রতিমাসে উত্তরবঙ্গে এসে ১৭ টি জনজাতির মানুষদের জন্য উন্নয়নে ব্যাপক কর্মকান্ড শুরু করলেও তার কোন চিন্তা নেই রাজবংশী সম্প্রদায়ের মানুষদের জন্য ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন মূখ্যমন্ত্রীর উচিত ১৭ টি জনজাতির সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার রাজবংশী সম্প্রদায়ের মানুষদের উন্নয়নে এগিয়ে আসা।রুপক বাবু বলেন কেন্দ্রর বিজেপির সরকার এই রাজবংশী সম্প্রদায়ের মানুষদের উন্নয়নে বদ্ধ পরিকর।তাই আগামী দিনে কেন্দ্র সরকারের মাধ্যেমে এদের যাতে উন্ময়ন হয় সেই জন্য তিনি কেন্দ্রের কাছে আর্জি জানাবেন বলে জানান।অন্যদিকে রুপক বাবু বলেন উত্তর দিনাজপুর জেলায় নতুন বিজেপি জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী হওয়ায় সাংঘটনিক ভাবে বিজেপি অনেক শক্তিশালি হল। আগামী দিনে জেলায় নতুন জেলা সভপতির মাধ্যেমে বিজেপি নতুন ভাবে রুপে প্রভাব বিস্তার করবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});