January 13, 2025

মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগশিপ প্রকল্প ‘কন্যাশ্রী’র ভূয়সী প্রশংসা করলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগশিপ প্রকল্প ‘কন্যাশ্রী’র ভূয়সী প্রশংসা করলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি।আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, ‘আপনাদের রাজ্যে তো কন্যাশ্রী আছে, যেখানে রাজ্যের মেয়েদের বিশেষ সহায়তা করা হয়৷’তৃণমূলের এই সাসংদ বলেন, ‘২০১১ সালে মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যের সব জায়গায় মেয়েদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে, কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে৷ ৩৪ লক্ষ মেয়েকে এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷ বাংলার ঘরে ঘরে আজ সমাদৃত কন্যাশ্রী৷ ইউনেসকো এই প্রকল্পকে সম্মান ও স্বীকৃতি দিয়েছে৷’তিনি জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্কুল ছাত্রীদের সুবিধের জন্য সাইকেল দেওয়ারও ব্যবস্থা হয়েছে, যাতে বহু পড়ুয়া উপকৃত হয়েছে। এ কথা শুনে বিচারপতি বলেন, ‘এটা সত্যিই খুব ভালো উদ্যোগ, যেখানে লক্ষ্মীদের কল্যাণ হচ্ছে৷ কিন্ত্ত আপনারা জনগণের টাকা দিয়ে এই কাজ করছেন৷’তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেয়েরা যেভাবে এগিয়ে আসছে, তাতে রাজ্যে একটা নতুন দিশা তৈরি হয়েছে৷’


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *