January 12, 2025

বিচারকের নির্দেশে উত্তরদিনাজপুর জেলার চোপড়া ব্লক প্রশাসম পঞ্চায়েত ভোটের ব্যালট বাক্স ইসলামপুর মহকুমা আদালতে জমা দিল

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দেবব্রত চক্রবর্তী  বিচারকের নির্দেশে উত্তরদিনাজপুর জেলার চোপড়া ব্লক প্রশাসম পঞ্চায়েত ভোটের ব্যালট বাক্স ইসলামপুর মহকুমা আদালতে জমা দিল।চোপড়ার ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় জানান,যে ১৭ মে পঞ্চায়েত ভোটের গননা দিন গননা কেন্দ্রে শাসক দল বিরোধীদের ঢুকতে দেয়নি।প্রশাসনের সহযোগিতায় শাসক দল তৃনমূলের প্রার্থীরা জয় লাভ করে।পুনরায় নির্বাচনের জন্য আমাদের প্রার্থীরা পৃথক পৃথক ভাবে কোর্টে কেশ করে।জানাগিয়েছে,ইসলামপুর মহকুমা আদালতের সিভিল জর্জ জুনিয়ার ডিভিশনে এই মামলা গুলি চলছে।সরকারি আইন জীবি মহঃ জামিল আহমেদ বলেন,চোপড়া ব্লকের পঞ্চায়েত নির্বাচনের ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। বিচারকের নির্দেশে আজকে চোপড়া ব্লক প্রশাসন ২০ টি ব্যালট বাক্স আদালতে জমা দিল।বাকি ব্যালট বাক্স গুলি পরে জমা দেবে।মোট ৪৯ টি ব্যালট বাক্স জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *