January 12, 2025

সুন্দর ভূবনে বেঁচে থাকার স্বপ্নে কিছু আশা

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

জয়ন্ত বোস, বর্তমানের কথা  কতটুকু বাচবো, আর কতদিন ই বা বাচবো??৬০ বছর? বড়জোর ৭০ নাহয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+!এক বছরে ৩৬৫ দিন হয়! খুব বেশি সময় নিয়ে আসিনিতো!টিক টক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে! মৃত্যু খুব সন্তর্পণে এগিয়ে আসছে! টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড , সব দিন শেষ হয়ে যাবে!একজন মানুষের কাছে যখন অফুরন্ত টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়! যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায়না!আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাইলে সময়ের বিলাসিতা আমাদের মানাতো! এতো অল্প দিনের জীবনে হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, উষ্কানী মূলক কাজ-কর্ম, সম্পত্তি নিয়ে রেষারেষি, ঘৃণা,  কষ্ট, মন খারাপ – এই সব পচা ব্যাপারস্যাপার গুলোতে দয়া করে কেউ সময় নষ্ট কোরো না ! 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ফ্যামিলিকে সময় দাও, ভালো বই পড়ো, টুক করে বেড়িয়ে পড়ো চমৎকার কোন জায়গায়! রাত জেগে আকাশ দেখো! ভোরের সূর্যোদয় দেখো! সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখো!নদীর ঢেউ অনুভব করো!ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখো! প্রতিদিন সময় করে আধাঘন্টা কোন শিশুর সাথে থাকো !


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখো ! প্রতিদিন নিয়ম করে অন্তত একজন মানুষকে ভালো থাকার রসদ যোগাও!স্রষ্টাকে স্মরণ করোকাউকে প্রাণ ভরে ভালবাসো কাউকে ভালবাসার সুযোগ করে দাও ,পৃথিবী কতো সুন্দর সেটা ফীল করোনি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করো।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

6 thoughts on “সুন্দর ভূবনে বেঁচে থাকার স্বপ্নে কিছু আশা

  1. Gu does clomid help with erectile dysfunction Min didn t answer, the young emperor just suddenly felt a murderous aura, then frowned and dissipated does clomid help with erectile dysfunction in the Chongwen Building When Gu Min came to the street, as expected, he saw a murderous woman. buy clomid online zest creative permanent residents for sexual abuse of children abroad.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *