January 12, 2025

ভালবাসার আবেগে মানুষের জনজোয়ারে ভেসে গেলেন কালিয়াগঞ্জে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী

1 min read

তপন চক্রবত্তী
,তন্ময়  চক্রবত্তী ঃ-
 ভালবাসার আবেগে মানুষের জনজোয়ারে ভেসে  বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি শঙ্কর
চক্রবর্তী
 আজ আপ্লূত  হয়ে গেলেন  কালিয়াগঞ্জ 
থেকে ।দায়িত্ব গ্রহন করার পর এই প্রথম  শঙ্কর চক্রবর্তী জেলা সফরে  বেরলেন ।  সদ্য পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায়
বিজেপি ভালো ফলাফল করেছে। সেই দলকে আগামী লোকসভা নির্বাচনের আগে এক নাম্বার দল
হিসাবে নিয়ে যাবার জন্য দলকে অনুশাসনের মধ্যে বাধা তার মধ্য দিয়ে দলকে কঠিন
পরিশ্রমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া
,দলের কর্মিদের
ঘাম ঝড়ানো তার কাজ ।


আজ কালিয়াগঞ্জ থেকে শুরু করলেন বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তী।
এর পড়ে এই ভাবে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে ব্লকে গিয়ে বিজেপি কর্মিদের
উদবুদ্ধ
  করা যা রায়গঞ্জ হয়ে ইটাহারে গিয়ে শেষ হবে জেলা সফর।

 তিনি তার বিজেপি কর্মিদের বার্তা দেন যেখানে যেখানে পঞ্চায়েত কিংবা প্রধান গঠন
করতে পারছি সেখানে মানুষ যে আশা নিয়ে তাদের ভোট দিয়েছে সেই আশা পূরন করা এবং
স্বচ্ছা বোর্ড গঠন করাই বার্তা দিচ্ছেন তিনি। তিনি আরো বলেন এখোন বেশ কিছু বুথে
বিজেপি সংগঠন সেভাবে নেই
  সেই সব বুথ গুলিতে তাদের কর্মিদের আরো বেশি করে কাজ
করতে হবে।
 

পঞ্চায়েত নির্বাচন থেকে মানুষ যেভাবে তাদের পাশে এসে
দাড়িয়েছে এখান থেকেই বোঝা যাচ্ছে মানুষ এখন বিকল্প শক্তি চাইছে।
 এদিন বিজেপি জেলা সভাপতিকে ভাণ্ডার বিজেপি অঞ্চল কমেটির
পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় সেখান থেকে বিজেপি কর্মিরা মোটর সাইকেল র‍্যালী করে
আসে এবং কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীকে সংবর্ধনা
দেওয়া হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এর পরে বালাস প্রাথমিক বিদ্যালয়ে একটি কর্মিসভা করেন সেখানে পঞ্চায়েত
নির্বাচনে জয়ী প্রার্থীদের সাথে পরিচিতি পর্ব সারেন সেখান থেকে বরুনা ও হাট
কালিয়াগঞ্জে
  কর্মিসভা করে রায়গঞ্জে ফিরে যান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 এদিন নতুন জেলা
সভাপতিকে পেয়ে অনেকটাই উৎসাহতা ছিল বিজেপি কর্মিদের মধ্যে।এদিন জেলা সভাপতির সাথে
সবসময়  পাশে ছিলেন , বিজেপি নেতা রুপক রায়
, রানা প্রতাপ , দোলা  মদক, গোরা দাশ সহ
আরো অনেকে । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

     


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *