মৃত্যু হল ছয় শ্রমিকের মাটির নিচে কেবল পাততে গিয়ে
1 min read
তপন চক্রবত্তী ঃ- মৃত্যু হল ছয় শ্রমিকের উত্তরপ্রদেশের পিলভিটে মাটির নিচে কেবল পাততে গিয়ে । আরও দু’জন গুরুতর আহত হয়েছেন । উত্তর দিনাজপুরের বাসিন্দা তাঁরা প্রত্যেকেই । শ্রমিকদের মৃতদেহগুলি উত্তরপ্রদেশের বরেলি জেলা হাসপাতালে রাখা হয়েছে ।আহতদের উত্তরপ্রদেশের বরেলির একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তরপ্রদেশের পিলভিটে বাইপাসের ধারে একটি টেলিকম কম্পানির 4G লাইনের কেবল পাতার কাজ চলছিল। গত একমাস ধরে সেই কাজেই যুক্ত ছিলেন উত্তর দিনাজপুরের ওই শ্রমিকরা। গতকাল মাটির নিচে গর্ত খোড়ার কাজ চলছিল। প্রায় সাড়ে তিন মিটার গভীর গর্ত খোড়া হয়। অসাবধানতাবশত ওই গর্তে কেবল পড়ে যায়। তা ওঠানোর জন্য প্রথমে একজন গর্তে নামেন। সেই সময়, ধস নামায় ওই শ্রমিক চিৎকার শুরু করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁর চিৎকার শুনে বাকি শ্রমিকরাও গর্তে নামেন। গর্তে চাপা পড়ে যান তাঁরা। প্রায় তিন ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানোর পর ছ’জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। মৃতরা হলেন নাজিমুল হক, নাজিম আলি, হাসেন আলি, নাজিমুদ্দিন আহমেদ, কেসর আলি ও মহিরুল হক। তাঁদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বাড়িওল ঘাট, রায়গঞ্জের ট্যাগরা, এলেঙ্গিয়া ও পশ্চিমপাড়া এলাকায়। মৃত শ্রমিকদের দেহ তাঁদের বাড়িতে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুরজেলা প্রশাসন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});