প্লাস্টিকের দুধ এবার কালিয়াগঞ্জ শহরে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবত্তী সত্যেন মহন্ত :- প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের চালেড়, পর এবার প্লাস্টিকের দুধের দেখা মিলল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পুর এলাকায় । এই ঘটনার জেরে পুর এলাকার ৫ নাম্বার ওয়ার্ডের শান্তিক লোনীতে চাঞ্চল্য ছড়ায়। শনিবার সকালে কালিয়াগঞ্জ শান্তির রায়ের বাড়িতে যখন কালিয়াগঞ্জ বাজার থেকে দুধ কিনে বাড়িতে নিয়ে আসার পর যখন সেই দুধ জাল দেওয়া হয় তখন দেখা যায় দুধের মধ্যে প্লাস্টিক। আর এতেই চাঞ্চল্য দেখা দিয়েছে । জানা যায় প্রতিদিনের মত কালিয়াগঞ্জে শান্তি কলোনীর টুবাই সিংহের রায় পরিবারের পক্ষ থেকে যখন দুধ বাজার থেকে কিনে আনে কালিয়াগঞ্জের পুর এলাকার শেষ প্রান্ত সীতা
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মোর থেকে তখন বাড়ির লোকেরা সেই দুধ জাল দিতে গেলে দেখা দেখে দুধের মধ্যে থেকে প্লাস্টিক ভেসে ওঠে এরপর তারা আতঙ্ক দেখা দেয় তাদের মধ্যে। ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ পৌরসভা পৌরপতি কার্তিক চন্দ্র পাল নিজে সেখানে গিয়ে সেই দুধ দেখে নিজেই আঁতকে উঠেন। এরপর তিনি কালিয়াগঞ্জ থানার খবর দেন খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে ঘটনা তদন্ত আসে। পরিবারের লোকেরা জানান এই ঘটনায় সত্যিই দুঃখজনক বাচ্চারা খায় সেই দুধে ভেজাল এটা ভাবাই যায় না ।যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের উচিত শাস্তি দিতে হবে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আজকে এই ঘটনা জানাজানি হতেই পুর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে।সাধারন মানূষ আতঙ্গের মধ্যে রয়েছে। এদিকে কালিয়াগঞ্জ পৌরসভা কার্তিক চন্দ্র পাল জানান এটা একটা বিরল ঘটনা । এটা ভাবাই যায় না যে দুধ খেয়ে বাচ্চা বড় হয় এবার সেই দুধে ভেজাল । তিনি বলেন যারা এ ঘটনার সাথে জড়িত থাকুক না কেন তাদের শাস্তি হবে। তিনি বলেন কালিয়াগঞ্জ যেখানে সেখানে দুধ বাজারে আছে সেখানে তারা এখন থেকে তাদের দপ্তর থেকে অভিযান চালানো হবে। তবে আজকের এই ঘটনার কোনো ঘটনা যে নিছক ছোট কোন ঘটনা নয় তা পরিস্কার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});