January 12, 2025

দুষণ মুক্ত টোটো চালকদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতায় কালিয়াগঞ্জ থানা।

1 min read
জয়ন্ত বোস, বর্তমানের কথা :– এই মুহূর্তে সর্বস্তরে যানবাহনের মধ্যে টোটো গাড়ি একটি আলোচিত নাম। ব্যাটারি চালিত এই টোটো গাড়ি এই মুহূর্তে দুষণ মুক্ত গাড়ি আর দুষণ মুক্ত গাড়ি বলেই প্রশাসনের কাছে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 কিন্তু শব্দ বিহীন এই টোটো গাড়ি রাস্তায় চললে যেমন বায়ু দূষণ হয় না তেমনি শব্দ দুষণ হয় না ঠিকই তবে এর নিঃশব্দতার কারনে, চালকের দ্বারা যত্রতত্র আচমকাই  দাঁড়িয়ে পরা এবং যাত্রী তুলনায় এক একটি জায়গায় অধিক সংখ্যক টোটো গাড়ি রাস্তায় চলার ফলে যেমন দুর্ঘটনা বাড়ছে তেমনি রাস্তায় নিত্যদিন যানজট তৈরী হচ্ছে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এই সকল করনের মধ্যে নিরাপদে গাড়ি চালানো, দুর্ঘটনা কে এড়াতে এবং টোটো গাড়ির যাত্রী সহ পথ চলতি মানুষের দুর্ঘটনার হাত থেকে জীবন বাঁচানোর সচেতনতায় ” সেফ ড্রাইভ সেভ লাইফ” প্রকল্পের অধীনে আজ কালিয়াগঞ্জ থানার উদ্যোগে কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণে প্রায় শতাধিক টোটো চালকদের নিয়ে একটি সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হলো। 

এই সচেতনতা মূলক শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় এবং কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত ট্রাফিক অফিসার প্রতাপ মিশ্র। এদিনের এই সচেতনতা মূলক শিবিরে আই সি ও ট্রাফিক অফিসার দুজনে মিলেই টোটো চালকদের সামনে ইতিবাচক বক্তব্য রাখেন ও টোটো গাড়ি চালানোর ক্ষেত্রে নিয়ম মেনে সকলের সহযোগিতা আশা করেন। টোটো চালকদের পক্ষ থেকে আশ্বাসের হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *