কাজে ভিনরাজ্যে স্বামী, সেই সুযোগে ভাইয়ের স্ত্রীর ওপর কুনজর ভাসুরের,
1 min read
বিশ্বজিৎ মণ্ডল,মালদা :কাজে ভিনরাজ্যে স্বামী, সেই সুযোগে ভাইয়ের স্ত্রীর ওপর কুনজর ভাসুরের,সম্পর্কে রাজি না হওয়ায় মারধর-খুনের চেষ্টা।ঘটনায় আক্রান্ত বধূ চিকিৎসাধীন হাসপাতালে।ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়।অভিযুক্ত ভাসুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বধূর পরিবার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আক্রান্ত বধূর নাম তাসবিনা বিবি(২৫)।পরিবার তরফে জানাগেছে, বছর পাঁচেক আগে পরানপুর এলাকার বাসিন্দা ফানসার আলীর মেয়ের বিবাহ হয় পীরগঞ্জ এলাকার বাসিন্দা মুন্না শেখের সঙ্গে।মুন্না পেশায় ভিনরাজ্যের শ্রমিক।এই দম্পত্তির বর্তমানে তিন সন্তানও রয়েছে।দিন কয়েক আগে কাজের জন্য স্বামী ভিনরাজ্যে গেছেন।অভিযোগ,সেই সুযোগে ভাইয়ের স্ত্রীকে কুপ্রস্তাব দিতে শুরু করে ভাসুর খালেক শেখ।তবে ভাসুরের সেই প্রস্তাবে রাজি হয়নি বধূ।সেই নিয়ে বিবাদ চলছিলোই।সোমবার রাতে আবার ভাসুর কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ।রাজি না হওয়ায় গৃহবধূর ওপর শুরু হয় ভাসুরের অত্যাচার।মারধরের পর শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন।স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে প্রথমে স্থানীয় সাস্থকেন্দ্র ও পরে রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এদিকে ঘটনায় অভিযুক্ত ভাসুর খালেক শেখের বিরুদ্ধে পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});