January 12, 2025

কালিয়াগঞ্জের তৃণমূল টাউন কংগ্রেসের সভাপতি কার্তিক পালের নেতৃত্বে বিজেপি ভারত ছাড়ো

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়  চক্রবত্তী ঃ– আজ  উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তৃণমূল টাউন কংগ্রেসের সভাপতি কার্তিক পালের নেতৃত্বে  বিজেপি ভারত ছাড়ো এই স্লোগানকে সামনে রেখে  বিশাল মিছিল এলাকা পরিক্রমা করে।  কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা বিশাল মিছিল সহকারে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে থেকে বেরিয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে পুনরায় সেখানে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটায়।।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এই মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দধি মোহন দেবশর্মা,জেলা কমিটির সদস্য জয়ন্ত সাহা,কমল ঘোষ ,ঈশ্বর রজক ,বসন্ত রায় সহ বিশিষ্ট তৃণমূল নেতৃবৃন্দ।মিছিল শেষে তৃণমূলের শহর সভাপতি তথা কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি  কার্তিক পাল বলেন ব্রিটিসকে ভারত থেকে তাড়ানোর জন্য সেই সময় কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের পথ বেছে নিয়েছিল ঠিক তৃণমূল কংগ্রেস ও একই পদ্বতিতে এই ভারত থেকে বিজেপির মত একটি দলকে কেন্দ্রের গদি থেকে সরে যাবার জন্য আমাদের এই আন্দোলন চলবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মিছিলে মহিলাদের উঅস্থিতি ছিল চোখেপরার মত।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *