January 12, 2025

দিশারী সংকল্পের ভারত – বাংলাদেশ যৌথ আত্রেয়ী ব্যবস্থাপনার উদ্যোগকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার l

1 min read
কমল কুমার বিশ্বাস,কুমারগঞ্জ,13ই আগস্ট:-দিশারী সংকল্পের ভারত –  বাংলাদেশ যৌথ আত্রেয়ী ব্যবস্থাপনার উদ্যোগকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার l  দিশারী সংকল্প নামক দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার বিশিষ্ট শিক্ষক,নদী ও পরিবেশবিদ তুহিন শুভ্র মন্ডল সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে আত্রেয়ী বাঁচাও আন্দোলনের ধাঁচে বাংলাদেশের উত্তর অংশের মৃতপ্রায় নদীগুলিকে বাঁচানোর জন্য ওই দেশের যেসমস্ত সংগঠন আন্দোলনে নেমেছে তাদের আন্দোলনকে অনুপ্রাণিত করেছেন এবং তাদের আন্দোলনের গতিতে গতি বৃদ্ধির কাজ করেছেন l 
 ঢাকা বিশ্ব বিদ্যালয়ে হতে চলা  একটি আন্তর্জাতিক নদী কেন্দ্রিক  আলোচনা চক্রে আত্রেয়ী নদীরযৌথ ব্যাস্থাপনা  ভবিষ্যত ভারত –  বাংলাদেশ সম্পর্কের দিক নির্দেশক বিষয় উপস্থাপিত করবেন বলে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি কে টেলিফোনে জানিয়েছেন তুহিন বাবু l
  গত রবি বার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শৃংলার নৈশ ভোজের আমন্ত্রণে গিয়ে তিনি একান্তে কথা বলেন তার সাথে আত্রেয়ী নদী সহ উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির বর্তমান অবস্থা নিয়ে l করমর্দন পর্বের পর তুহিন বাবু আত্রেয়ী নদী ও দিশারী সংকল্পের ভারত –  বাংলাদেশ যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে ভারতীয় হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন এবং বাংলাদেশের উত্তর অংশেও আত্রেয়ী নদী বাঁচানোর জন্য ইতিমধ্যেই শুরু হওয়া উদ্যোগের কথা তুলে ধরেন l ভারতীয় হাই কমিশনার যৌথ আত্রেয়ী ব্যবস্থাপনায় শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং যে এই ভাবে নদীর জল বন্টন সংক্রান্ত সমস্যার মুক্তি ঘটবে l আত্রেয়ী নদীর সমস্যা যেমন মিটবে সেই সঙ্গে তিস্তা ও ফেনী নদীর সমস্যাও মিটবে l (তুহিন বাবু জানান)
এপ্রসঙ্গে নদী ও পরিবেশবিদ তুহিন বাবু বলেন ,”আমরা এরফলে আরো অনুপ্রাণিত হলাম ,উদ্বুদ্ধ হলাম l ভারত –  বাংলাদেশ যৌথ নদী ব্যবস্থাপনায় দৃষ্টান্ত স্থাপন করার ব্যাপারে আমরা আশাবাদী l ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শৃংলার নিমন্ত্রণ রক্ষা করতে পেরে আমি গর্বিত l ‘” তুহিন বাবু যেহেতু দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সদস্য তাই প্রেস ক্লাবের পক্ষ থেকেও তার এই অসম্ভবকে সম্ভব করার প্রয়াসকে অভিনন্দন জানানো হয়েছে l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *