January 12, 2025

মানিকোর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির

1 min read

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মানিকোর উচ্চ বিদ্যালয়ের  ছাত্রীরা  লাগাতার তিনমাস ধরে একনাগাড়ে আত্মরক্ষার প্রশিক্ষণ নিয়ে অনেকটাই স্বাবলম্বী।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলী জানান তাদের মানিকোর উচ্চ বিদ্যালয়ের ৮৩জন নবম শ্রেণীর ছাত্রীদের এই আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ায় ছাত্রীরা ভীষণভাবে উপকৃত হয়েছে।এই প্রশিক্ষণ নেবার ফলে গ্রামের ছাত্রীরা প্রাথমিকভাবে নিজেদের নানান ধরনের বিপদের হাত থেকে অব্যাহতি পেতে পারবে।এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।
মানিকোর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক স্যামলেশ সরকার বলেন তাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর ৮৩ জন ছাত্রীদের মূল প্রশিক্ষণ দিয়েছেন ।বিমান রায়।বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে স্যামলেশ বাবু  বিমানবাবুর সাথে ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ তিনি নিজেও দিয়েছেন।ক্রীড়া শিক্ষক শ্যামলেস সরকার বলেন তাদের বিদ্যালয়ের মেয়েদের ইচ্ছা আবার তাদের বিদ্যালয়ে এই ধরনের আত্মরক্ষার প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করা হোক।জানা যায় দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ১৩০টি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীদের এই আত্মরক্ষার প্রশিক্ষন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *